পঞ্চগড়ে জাতীয় ফলমেলা উদ্বোধন 

প্রকাশিত: ২৫ জুন, ২০২৪ ০৫:১১:৩২

পঞ্চগড়ে জাতীয় ফলমেলা উদ্বোধন 

পঞ্চগড় প্রতিনিধি: ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম। 
সদর উপজেলার চত্তরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে এই মেলার। মেলায় ৮টি স্টলে প্রায় শতাধিক বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা চেয়ারম্যান  শাহনেওয়াজ প্রধান শুভ, উপজেলা কৃষি কর্মকর্তা  কামাল হোসেন , কৃষি অফিসের কর্মকর্তা সহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে  জেলা প্রশাসক  জহিরুল ইসলাম বলেন,পঞ্চগড় সম্ভাবনাময় একটি জেলা এখানকার মাটি বেশ উর্বর বিভিন্ন ধরনের ফল অনায়াসে জন্মায় যা পুষ্টিগুণ সমৃদ্ধ।ফল চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে।কৃষি বিভাগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ  গঠনে স্মার্ট কৃষি প্রযোজন তাই ফল হতে পারে এই কৃষির অংশ। উৎপাদন বাড়লে আয় বাড়বে।শেষে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। 
আয়োজকরা জানান, এ মেলার মধ্য দিয়ে ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে।
এসময় স্টল গুলোতে দেশী বিদেশি নানান ধরনের  ফল দিয়ে ভরপুর ছিল।আম, কাঁঠাল ,ড্রাগন, ব্লাক মার্সেলো জাতের তরমুজ, ডেউয়া, আম ব্যানানা মাল্টা,   খেজুর,সবেদা, থাই  জাতের পেয়ারা, কামরাঙ্গা,  মধুপুরী অনারস ,বারি আলু ২৯ সানশাইন,জাম সিডসেল লেবু,  লটকন, কলা ইত্যাদি।


প্রজন্মনিউজ২৪/ইমি

এ সম্পর্কিত খবর

ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

ড. ইউনূস সরকারের অধীনে এবারের নির্বাচন হবে

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা।

ঢাকার যে আসন থেকে আজহারীকে মনোনয়ন দিল জামায়াত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ

বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ আজ

শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ

আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন : কাদের সিদ্দিকী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ